বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী মেয়েদের নিয়ে কোন্নগরের অঙ্গনওয়াড়ি দিদিদের অভিনব উদ্যোগ

বাল্যবিবাহ প্রতিরোধ

কোন্নগর 14 জুন,2022, মঙ্গলবার: 

Child in Need institute এর SAG -KP convergence programme এর project coordinator and field facilitator কোয়েল মুখার্জী ও স্বাগতা চৌধুরী ও কোন্নগরের অঙ্গনওয়াড়ি দিদিদের উদ্যোগে ও কোন্নগর পৌরসভার সহায়তায় 5নং সেক্টর এর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কিশোরী মেয়েদের ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া-কোন্নগর সুসংহত শিশুবিকাশ প্রকল্পের আধিকারিক সুদীপ্ত সেনগুপ্ত মহাশয় এবং মুখ্য সেবিকা অপর্ণা চক্রবর্তী, কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস মহাশয় ও পৌর প্রতিনিধিরা, চাইল্ড লাইন এর কোঅর্ডিনেটর, SAG -KP এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর।

বাল্যবিবাহ প্রতিরোধ

এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহের মতো অনৈতিক কার্যকলাপ প্রশাসনিক এর সাহায্যে প্রতিরোধ করা। কারণ বাল্যবিবাহের ফলপ্রসু হিসাবে অল্প বয়সে মা হওয়া এবং একটি অপুষ্ঠু শিশুর জন্মগ্রহণ বা অকাল মৃত্যর সম্ভাবনা বর্তমানে প্রচুর। এছাড়া শিশু সুরক্ষা,অনিরাপত্তা জনিত আপত্তি কর ঘটনা, শিশুশ্রম, পাচারজনিত ঘটনা, শিশুদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা ইত্যাদি বিষয়গুলি এই অনুষ্ঠানে আলোচিত হয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধকিশোরী মেয়েদের ক্ষমতায়নের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। কিশোরী মেয়েরা তাদের নাচ, গান, নৃত্যনাট্যর মাধ্যমে এই বিষয়গুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আজকের অনুষ্ঠানে। সর্বশেষে কিশোরী মেয়েদের হাতে গাছ ও পরিবেশ বান্ধব পেন তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ সচেতনতা মূলক বার্তাও প্রদান করা হয়েছে। আজকের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে ভবিষ্যতের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য মেয়েদের পথ দেখানো হয়েছে এবং এই লক্ষ্যের পথে পৌঁছানোর জন্য তারা যাদের সাহায্য নিতে পারবে সে সংক্রান্ত তথ্য ও তাদের দেওয়া হয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধ

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here