ছোটপর্দার অতি পরিচিত মুখ অভিনেত্রী সোহিনী গাঙ্গুলি। যদিও তিনি ইনফ্লুয়েন্সার হিসাবে জনপ্রিয় বেশি। বছরের শুরুতেই তিনি মা হওয়ার খবর দেন। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় কনটেন্ট তৈরি করে গেছে। মাতৃকালীন শুট থেকে সাধভক্ষণ উদযাপনে মেতেছিলেন। নতুন সদস্যকে ঘরে আনার জন্য উৎসাহিত ছিলেন তবে অভিনেত্রীর জীবনে যেন এক মুহূর্তে সব আনন্দ বিলীন হয়ে গেল।
সন্তান জন্মের আনন্দের অনুভূতি একজন বাবা-মায়ের জীবনের সবচেয়ে সেরা আনন্দ। তবে সেই খুশি পরিণত হল শোকে। প্রসবের পরেই সদ্যোজাত পুত্রসন্তানকে হারালেন সোহিনী। চিকিৎসকের গাফিলতিতে কোল হারা হল এক মায়ের।
সোহিনীর ননদ সামাজিক মাধ্যমে জানান, ”ডাঃ এস.এন. দাস আমার ভাইয়ের প্রথম পুত্র সন্তানকে মেরে ফেলেছেন। ক্যাল্যানীতে মিলেনিয়ামে উনি ওটি করেন, আর কাঁচরাপাড়ায় তাঁর বাড়ি ও পলিক্লিনিক রয়েছে। সবার কাছে আমার অনুরোধ, ওনার কাছে যাবেন না। আর কোনও মাকে যেন শূন্য কোলে ফিরতে না হয়। ওটি না করে পলিক্লিনিকে বসে মদ খাচ্ছেন—ভাবুন একবার! উনি ডাক্তার নন, মানুষরূপী জাওয়ারের মতো একজন!” আর এই পোস্ট সামনে আসতেই ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।