এক সময়ে বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, যাকে পর্দায় দর্শক মূলত খলনায়কের ভূমিকাতেই বেশি দেখেছেন। তবে বর্তমানে পর্দায় আর সেভাবে দেখা যায় না এই বর্ষীয়ান অভিনেতাকে। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে তার কেমন সম্পর্ক তা নিয়েই আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা হয় অভিনেতার।
বর্তমানে কেমন আছেন অভিনেতা? প্রথমেই জবাব আসে ‘একটুও ভাল নেই। সারা শরীরে ব্যথা। বয়স হলে যা হয়।’ বেশকিছুদিন আগেই ৭৭ বছরে পা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তবে জন্মদিন উপলক্ষ্যে, ইন্ডাস্ট্রি থেকে কোন ফোন আসেনি? প্রশ্নের উত্তরে অভিনেতা আক্ষেপের সঙ্গে জানালেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একাধিক ফোন এসেছে ইন্ডাস্ট্রি থেকে। তবে কাজ সংক্রান্ত কোনও ফোন আসেনি। কেনই বা আসবে? গোটা ইন্ডাস্ট্রি জানে আমি আর অভিনয় করতে পারি না। যে অভিনয় করতে পারে না তাকে কেউ ডাকে?’ অভিনেতার কণ্ঠে একপ্রকার অভিমানের ছোঁয়া।
অভিনেতাকে শেষবারের মত পর্দায় দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজ় ‘দুর্গ রহস্য’ এ। এরপর বড় পর্দায় অভিনেতার শেষ কাজ পাভেল পরিচালিত ‘অসুর’ ছবিতে। সেখানে নুসরত জাহানের বাবার চরিত্রে ছিলেন তিনি।
তবে ওটিটিতে সুযোগ এলে আবারও কি কাজ করতে চাইবেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘আমার কাছে সব মাধ্যমের সমান গুরুত্ব রয়েছে। কারণ, প্রত্যেক মাধ্যমেই অভিনয় করতে হয়।’ তাহলে কি আগের মত পর্দায় খলনায়ক হিসাবেই ফিরতে চান অভিনেতা?
আপাতত আর খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চান না তিনি। ‘প্রহার’ ছবিতে নানা পটেকর যে চরিত্রে অভিনয় করেছিলেন তেমন কোনও চরিত্রের জন্য সুযোগ পেলে তাহলেই অভিনয় করবেন বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তা না হলে আপাতত ইন্ডাস্ট্রি থেকে দূরেই থাকতে চান তিনি।