‘ইন্ডাস্ট্রি আমাকে টাইপকাস্ট করে দিচ্ছে, মুখ্য চরিত্র ছাড়াই ভুল’, ভিলেন হয়ে আক্ষেপ মিশমির

মিশমি

জি-বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী মিশমি দাস। নায়ক ইন্দ্র’র প্রথম স্ত্রী অন্তরা হয়েই অভিনয় করবেন মিশমি। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল ২০১৪ সালে ‘রাজযোটক’ সিরিয়ালেরও তাঁর বিপরীতে নায়ক ছিল বিশ্বজিৎ ঘোষ। আবার সেই জুটিই ‘খেলনা বাড়ি’তে দেখা যাবে।

জীবনের প্রথম নায়কের বিপরীতে আবার কাজ করবেন অভিনেত্রী, উত্তেজিত মিশমি। এর আগে তাকে ‘এই পথ যদি না শেষ হয়’ ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ধারাবাহিকে ধূসর চরিত্রে রয়েছেন। আজকাল ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় খলনায়িকা হিসাবেই পরিচিত মিশমি। কিন্তু এককালে নায়িকা হিসাবেই তাকে সবাই চিনত।

নায়িকা থেকে ধারাবাহিকের ভিলেন হয়ে ওঠার কারণ কি? এই প্রসঙ্গেই এক সংবাদমাধ্যমকে মিশমি জানান, “সেইসময় মুখ্য চরিত্রে জন্য প্রায় ২২-২৩ ঘণ্টা কাজ করতে হত। অভিনেত্রীর পক্ষে সেটা সম্ভবত হচ্ছিল না। তাই নিজেই নায়িকা চরিত্র থেকে সরে আসেন। কিন্তু পরবর্তীকালে সব নিয়ম বদলে গিয়েছে”।

আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন, “একটাই আফসোস যে, ইন্ডাস্ট্রি আমাকে টাইপকাস্ট করে দিচ্ছে! আমায় দেখলেই আজকাল শুধুই নেতিবাচক চরিত্রের কথা মনে হয় পরিচালকদের।”

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here