ফের নতুন প্রোজেক্টে ‘ধুলোকণা’র খ্যাত লালন ওরফে ইন্দ্রাশিস রায়

ইন্দ্রাশিস রায়

অভিনেতা ইন্দ্রাশিস রায় বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা। যিনি শুধু ছোটপর্দায় নয়, বড়পর্দা এবং ওয়েব সিরিজেরও জনপ্রিয় মুখ। তাকে ছোটপর্দায় শেষবারের মতো দেখা যায় স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকে।

গানের ওপারে, অদ্বিতিয়া, ধুলোকণা, বালিঝড়-এর মতো একাধিক হিট মেগায় অভিনয় করেছেন। এছাড়াও একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে কাজ করেছেন। নিজের অভিনয় দক্ষতার জন্যই দর্শকের মনে জায়গা করে নিয়েছে।

ফের একটি নতুন প্রোজেক্টে দেখা যাবে ইন্দ্রাশিসকে। পরিচালক রাজদীপ ঘোষের নতুন ওয়েব সিরিজ় ‘@ফলোয়ার্স’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এই সিরিজে থাকবেন ছোটপর্দার অভিনেত্রী সোহিনী গুহ রায়ও।