টেলিভিশনের পর্দায় আজও দর্শক তাকে লালন বলেই বেশি চেনে। তিনি হলেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়। অভিনয়ের পাশাপাশি ইন্দ্রাশিস সেলিব্রিটি ক্রিকেট লিগেও একজন সক্রিয় অংশগ্রহণকারী। বহুদিন যাবদ বাংলা সিরিয়ালে দেখা মেলেনা অভিনেতার। নিজের কেরিয়ারে অভিনেতা ঠিক যতটা সফল ব্যক্তিগত জীবনে কয়েক দিন আগেই অভিনেতার সাথে ঘটে যায় বড় দুর্ঘটনা।
২০২১ সালে ভালোবেসে ১০ বছরের প্রেমিকা সৌরভী কে বিয়ে করেছিলেন ইন্দ্রাশীষ। বিয়ের দু বছরের মাথাতেই সম্পর্ক ভাঙে তাদের। অভিনেতার জীবনে এত বড় দুর্ঘটনার পর একপ্রকার ডিপ্রেশনে চলে গিয়েছিলেন ইন্দ্রাশীষ। তারপর থেকে রীতিমতো চিকিৎসার অধীনে রয়েছেন তিনি। বেশ অনেকদিন কাজের থেকেও দূরে ছিলেন।
দীর্ঘ সময় পর সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেতা। এই প্রসঙ্গে ইন্দ্রাশীষ বলেন, ‘আমি যে চিকিৎসার অধীনে রয়েছি তাকে বলে রিহ্যাব অ্যাপ্লিকেশন। বিদেশের থেকে এই চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে। যে সাধারণ জীবনে যখন আমরা যা করি তার থেকে দূরে থাকার পদ্ধতি এটা আমার পুরোপুরি ডিপ্রেশনে সমস্যা নেই আমার এই রিহাবের সমস্যাটাই রয়েছে। আমাদের মধ্যে ৮০ শতাংশ মানুষ এর থেকে বেরোনোর পদ্ধতি জানে না। এটা এমন একটা সমস্যা যেটা পারিবারিক থেকে শুরু করে কর্মক্ষেত্রে সব জায়গায় ছড়িয়ে যেতে পারে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন বুঝতে পারি দুঃখ পাওয়া কতটা জরুরী। এখন যদিও আমি সেসব কিছু বুঝতে পারি না। বহুদিন হয়ে গেলো আমি সেসবের থেকে বেরিয়ে এসেছি ভগবানের অনেক অনেক কৃপা। আগে অতিরিক্ত মদ্যপান করতাম। মেজাজ চট করে গরম হয়ে যেতো, রাগ কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু এখন আসতে আসতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু সকলের জীবনে দুঃখটা খুব জরুরি।’


