বহুদিন পর ছোটপর্দায় নতুন ধারাবাহিকে ফিরছেন ‘ধুলোকণা’র লালন ওরফে ইন্দ্রাশিস রায়

 ইন্দ্রাশিস রায়

বহুদিন পর ছোটপর্দায় নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। শুধু ছোটপর্দায় নয়, বড়পর্দা এবং ওয়েব সিরিজেরও জনপ্রিয় মুখ ইন্দ্রাশিস। ছোটপর্দায় অভিনেতাকে শেষবারের মতো দেখা যায় স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকে।

বড়পর্দার পর ফের একবার প্রত্যাবর্তন। সূত্রের খবর, প্রযোজনা সংস্থা এন আইডিয়াজ-এর হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ধুলোকণা’র লালন ওরফে ইন্দ্রাশিস। কোন চ্যানেলে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে?

জি বাংলা সিনেমা নামের চ্যানেলটি ফিরছে নতুন সংস্করণে। সেই চ্যানেলে এবার থেকে নতুন ধারাবাহিক থেকে শুরু করে নন ফিকশন শো সবটাই থাকবে। এই চ্যানেলেই নতুন এক চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস কে। এছাড়াও গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু। গল্পে বিশ্বনাথের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মিমিকে।

ছোটপর্দায় কাজ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে ইন্দ্রাশিস বলেন, ‘প্রস্তাব আগেও এসেছিল, তবে এবার চরিত্রটার গুরুত্ব অনেক। এমনই এক চরিত্রের অপেক্ষায় ছিলাম। এখানে দর্শক আমাকে একটা অন্য লুকে দেখবেন। কিছুদিনের মধ্যেই লুক সেট হবে। প্রোমোও আসবে খুব তাড়াতাড়ি। নতুন যাত্রা শুরুর জন্য আমিও খুব উত্তেজিত।’