
বাংলা বিনোদন জগতে এখন সুযোগ দেওয়া হচ্ছে নতুন প্রতিভাদের। নতুন সিরিয়াল মানেই একঝাঁক নতুন মুখ। তাদের মধ্যেই অল্প সময়ে কেউ নায়িকা হিসাবে তো আবার কেউ ভিলেন হিসাবে জনপ্রিয় হয়ে উঠছে। তাদের মধ্যেই এমন একজন অভিনেত্রী হলেন সৌমিলি চক্রবর্তী (Soumili Chakraborty)।
স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa) ধারাবাহিকে দীপার সৎ বোন উর্মি চরিত্রে সাফল্য পেয়েছেন। তিন বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে।
পর্দায় জয় আর ঊর্মি র জুটি খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি অর্জন করে। তবে এবার জয়-কে ছেড়ে স্টার জলসার অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধলেন সৌমিলি। কে তিনি?
তিনি হলেন ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের টিপু ওরফে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। না, কোনও মেগা ধারাবাহিকে নয়, কোনও এক ভিডিও ফটোশুটে তাদের একসঙ্গে জুটি বাঁধতে দেখা মিলল। বলাই বাহুল্য, এই ফটোশুটে তাদের একসঙ্গে বেশ দারুণ মানিয়েছে।
View this post on Instagram