ইন্দ্রানী নাকি রাজলক্ষ্মী! জি বাংলার পর্দায় দুই মায়ের মধ্যে কে সেরা? জানান আপনার মতামত

 অঞ্জনা-অনিন্দিতা

জি-বাংলার পর্দায় উঠে এসেছে একাধিক নতুন গল্প। সেইসাথে নজর কেড়েছে গল্পের নায়ক নায়িকা। তবে তাদের সাথে মায়েদের ভূমিকায় থাকা চরিত্র গুলো সত্যিই প্রশংসার যোগ্য। তেমনই পর্দায় দুই মাকে নিয়ে কথা বলব আজ।

এই মুহূর্তে ‘কুসুম’ ধারাবাহিকে ইন্দ্রানী গাঙ্গুলির ভূমিকায় দেখা যাচ্ছে অঞ্জনা বসু কে। পর্দায় তিনি যেমন কঠোর- নীতিবান তেমনই পরিবারের প্রতি দায়বদ্ধ, অন্যায় দেখলে চোখে চোখ রেখে সত্য বলার সৎ সাহস রয়েছে তার। যা দর্শকদের মুগ্ধ করছে।

অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য সিংহ রায়ের মা রাজলক্ষ্মী সিংহ রায়ের চরিত্রে দেখা যাচ্ছে অনিন্দিতা কপিলেশ্বরী। প্রভাবশালী হলেও তার সংযত ব্যবহার, অভিজাত আচরণই বাকি চরিত্রদের থেকে ব্যতিক্রম। এর আগে অনিন্দিতা কে খলনায়িকা কিংবা পার্শ্বচরিত্রে দেখা গেলেও আর্য’র মা হিসাবে অভিনেত্রীর অভিনয় একেবারেই নতুন স্বাদের।

দর্শকের মতে, ধারাবাহিকে ইন্দ্রানী-রাজলক্ষ্মী’র মত চরিত্র না থাকলে হয়ত গল্প গুলো এতটা প্রাণবন্ত হত না। গল্পে ইন্দ্রানী-রাজলক্ষ্মী’র অভিনয় যেন চোখে পড়ার মত এমনতাই মনে করেন দর্শকমহল।