‘বরণ’ ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে ডেবিউ করেন অভিনেত্রী । প্রথম ধারাবাহিকেই বাজিমাত করে তিথি এবং রুদ্রিক এর জুটি। এরপর ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকেও ইন্দ্রাণীর অভিনয় সাড়া ফেলেছিল দর্শকমহলে। মাঝে প্রায় কেটে গিয়েছে ২ বছর। পর্দায় আর সেভাবে দেখা যায়নি ইন্দ্রাণীকে।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আবার পর্দায় ফিরতে চলেছেন ইন্দ্রাণী। তবে কোন চ্যানেলে কোন ধারাবাহিকে ফিরবেন অভিনেত্রী?
আসছে জি বাংলা সিনেমার নতুন রূপ, ‘জি বাংলা সোনার’। এই চ্যানেলে থাকবে নিত্য নতুন ধারাবাহিক থেকে শুরু করে ভিন্ন স্বাদের রিয়্যালিটি শো। জি বাংলা সোনার-এ আসতে চলেছে নতুন ধারাবাহিক। যেখানে নায়িকার ভূমিকায় দেখা যেতে চলেছে ইন্দ্রাণী পাল কে। বিপরীতে থাকছেন কোন অভিনেতা?
গল্পের নায়ক হিসাবে দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ সেনকে। যাকে সান বাংলার ‘দেবী বরণ’ ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখেছেন অনুরাগীরা। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন ইন্দ্রাণী-সিদ্ধার্থ।
বাংলা সিনেমার ইতিহাসে কালজয়ী ছবি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র অনুকরণে তৈরি হতে চলেছে এই ধারাবাহিক। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। মেগার নাম এখনও চূড়ান্ত হয়নি।