পর্দায় আসছে আরও এক নতুন গল্প ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’। প্রকাশ্যে এল মেগার প্রথম প্রোমো। এক সময়ের হিট ছবি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র অনুকরণেই আসছে এই নতুন মেগা। সেখানেই বেদেনি জ্যোৎস্নার ভূমিকায় নজর কাড়লেন ইন্দ্রানী পাল। ইন্দ্রাণীকে দর্শক শেষ দেখেছেন ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে।
কিছুদিন আগেই জানা গিয়েছিল জি -এর নতুন চ্যানেল জি বাংলা সোনার আসছে। এই চ্যানেলে থাকবে নিত্য নতুন ধারাবাহিক থেকে শুরু করে ভিন্ন স্বাদের রিয়্যালিটি শো। সেখানেই দেখা যাবে এই ধারাবাহিক।
নতুন মেগায় প্রকাশ্যে এল ইন্দ্রাণী নয়া লুক। গল্পে ইন্দ্রাণীর বিপরীতে যুবরাজের ভূমিকায় থাকবেন সিদ্ধার্থ সেন। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ধারাবাহিকটি আসতে চলেছে।
প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে, মাঠে বহু মানুষ ভিড় করে দাঁড়িয়ে দেখছে সাপের খেলা। বিন বাজাচ্ছে এক বেদেনি। তারপরই রাজবাড়ি থেকে আসা রাজদূত জানায় যুবরাজকে এক বিষধর সাপ দংশন করেছে। তা শুনে আতঙ্কিত হয়ে পড়ে জ্যোৎস্না।
সেখানে বিষের জ্বালায় নীল হয়ে যুবরাজকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। যুবরাজের ক্ষত দেখে জ্যোৎস্না রাজমাতাকে বলে, ‘এ তো মায়া নাগের দংশন। মায়া নাগকে এখানে আনতে না পারলে তো যুবরাজকে বাঁচানো যাবে না।’ তা শুনে উদ্বিগ্ন রাজমাতা কেঁদে জিজ্ঞাসা করে, ‘তুমি পারবে মা?’জ্যোৎস্না সম্মতি জানিয়ে বলে, ‘পারব, তবে বাজাতে হবে মরণ বিন।’
এরপর মরণ বিন বাজাতে শুরু করে। আর সেই বিনের সুরের টানে ছুটে আসে মায়া নাগ। যুবরাজের বিষ তুলে নেয়। চোখ মেলে তাকায় যুবরাজ। মরণ বিন বাজিয়ে জ্যোৎস্নার গলা থেকে রক্ত বের হতে শুরু করে। একসময় সে পড়ে যায়, আর তখনই যুবরাজ এসে তাকে ধরে নেয়। এরপরই পর্দায় ভেসে ওঠে নয়া মেগার নাম, ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’।
View this post on Instagram