ছোটপর্দার শ্রীময়ী অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে এখনো মিস করেন দর্শক। এই মুহূর্তে বেশ দীর্ঘদিন যাবত অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। আচমকা অভিনয় থেকে কোথায় হারিয়ে গেলেন তিনি? অভিনয়ের পর এবার নতুন পেশা বেছে নিলেন ইন্দ্রানী।
অভিনয় জীবনের অনিশ্চিতার কারণে অভিনয়ের পাশাপাশি এখন অনেকেই ভিন্ন পেশার সাথে যুক্ত হচ্ছেন। এবার সেই তালিকায় ইন্দ্রানী হালদার। ২০২১ সালে শেষ বার তাকে পর্দায় দেখেছিল দর্শক। মাঝে কেটে গিয়েছে চার বছর। মাঝে ইন্দ্রাণীকে মাচা শো করতে দেখা গেলেও অভিনেত্রী জানিয়েছিলেন ভালো চরিত্রের সুযোগ পেলে নিশ্চয়ই তিনি ছোটপর্দায় ফিরবেন।
একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রীর পোশাক দেখে বেশ প্রশংসা করা হয়। আর তখনই ইন্দ্রানী জানান, তিনি নিজের পোশাকের ডিজাইন নিজেই করেন। তার নিজস্ব ট্রেলারও আছে। এমনকি তিনি অভিনেত্রীদের সুন্দর সুন্দর পোশাক বানিয়েও দেন।