অভিনেত্রীর ঘরে ফুটফুটে কন্যাসন্তান! এই প্রথমবার মেয়ের ছবি সামনে আনলেন ইন্দ্রানী হালদার

ইন্দ্রানী হালদার

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। একটা সময় শুধুমাত্র টেলিভিশন নয়, বড় পর্দা থেকে শুরু করে বর্তমানে ওটিটি-তেও অবাধ বিচরণ অভিনেত্রীর। এই মুহূর্তে বেশ অনেকদিন যাবদ অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না।

এসবের মাঝেই অভিনেত্রীর জীবনে এলো খুশির খবর। অভিনেত্রীর জীবনে এসেছে নতুন সদস্য। এতদিন পর্যন্ত ইন্দ্রানী ছিলেন নিঃসন্তান। অবশেষে অভিনেত্রীর জীবনের আক্ষেপ মিটল। অভিনেত্রীর কোল আলো করে এলো তার প্রথম সন্তান।

একবার এক রিয়েলিটি শো এর মঞ্চে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমার এই আক্ষেপটাই রয়ে গেল আমি আমার স্বামীকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। সারা জীবন এত কাজের পিছনে ছুটলাম যে সন্তানের জন্ম দেওয়া হল না।’

এত বছর পর মনের ইচ্ছাপূরণ হল তার, সুন্দর এক ফুটফুটে কন্যা সন্তান এসেছে ইন্দ্রানীর জীবনে। অভিনেত্রীর কন্যা সন্তানের নাম জেসি। আপাতত তাকে নিয়েই দিন কাটছে অভিনেত্রীর। অভিনেত্রীর এই কন্যা সন্তান কিন্তু কোন মানুষ নয়, সে একটি কুকুর ছানা। আর তাকে নিজের সন্তানের মত করেই বড় করে তুলছেন অভিনেত্রী।