
বড় পর্দা, ছোট পর্দা থেকে মঞ্চ, বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম ইন্দ্রাণী দত্ত। ‘জীবন সাথী’ ধারাবাহিকে সালঙ্কারা বন্দ্যোপাধ্যায় চরিত্রে সকলের নজরে কেড়েছিলেন অভিনেত্রী। ছোট পর্দায় তাকে দেখা যায়নি প্রায় ৩ বছর। বিরতির পর জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে স্বল্প সময়ের জন্য দেখা গেছিল অভিনেত্রীকে। মাঝে কেটে গেছে প্রায় দেড় বছর।
সম্প্রতি ফের আরও একবার ছোটপর্দায় পা রাখতে চলেছেন ইন্দ্রাণী দত্ত। জি-বাংলার হাত ধরেই বহুদিন পর পর্দায় ফিরতে চলেছেন ইন্দ্রাণী। তবে কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী? কোন ধারাবাহিক নয়, ডান্স বাংলা ডান্স এর মঞ্চে দেখা গেল অভিনেত্রীকে।
এদিনের এপিসোডে বিশেষ অতিথি হিসাবে ডান্স বাংলা ডান্স এর মঞ্চে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী। এদিন মঞ্চে তাকে ছোট্ট একটি পারফর্মেন্সও করতে দেখা যায়।