জি-বাংলার ‘জীবনসাথী’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় অভিনয় শুরু করেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। এই ধারাবাহিকে মায়ের চরিত্রে ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন। মাঝে জগদ্ধাত্রী ধারাবাহিকে সাময়িক সময়ের জন্য তাকে দেখা গিয়েছিল।
তবে এবার দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী। ব্লুজ প্রোডাকশনের হাত ধরেই তিনি পর্দায় কামব্যাক করছেন। তাকে দেখা যেতে চলেছে নতুন আসন্ন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’তে।
এই নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিকী পাল এবং রাজদীপ গোস্বামীকে। ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাণী। বহুদিন পর অভিনেত্রীর ফেরার খবরে খুশি দর্শক।

