গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘সারেগামাপা’র বিচারক ইন্দ্রদীপ দাশগুপ্ত

ইন্দ্রদীপ দাশগুপ্ত

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘সারেগামাপা’র অন্যতম বিচারক তথা জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে কি এমন হয়েছে পরিচালকের?

জানা যাচ্ছে রবিবার রাত থেকেই শরীরে দেখা দেয় তীব্র জ্বর, যা পৌঁছায় ১০৩ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি। সাথে প্রবল কাঁপুনির জেরে অসুস্থতা আরও বাড়লে সোমবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

প্রাথমিক রিপোর্টে জানা যায় পরিচালক অ্যাকিউট ইউটিআইতে আক্রান্ত, অর্থাৎ মূত্রনালীন সংক্রমণে আক্রান্ত হয়েছেন ইন্দ্রদীপ। এই মুহূর্তে চিকিৎসা চলছে তার। তবে জ্বর এখন অনেকটা কম হলেও এই মুহূর্তে খুবই দুর্বল তিনি। যদিও আপাতত চিকিৎসকদের পরামর্শে কয়েকদিনের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।

২০১৯ সালে ‘কেদারা’ ছবির পরিচালনা করার মাধ্যমে পরিচালক হিসাবে যাত্রা শুরু হয় ইন্দ্রদীপের। সম্প্রতি মুক্তি পাওয়া ‘গৃহপ্রবেশ’ও তারই পরিচালিত ছবি যা বক্স অফিসে দারুণ হিট।