ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভা উপকূলে মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট গভীর গভীরতম ভূমিকম্প আঘাত হেনেছে জাভা উপকূলে। তবে, কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
আরও পড়ুন । নিউজিল্যান্ড নতুন ফ্লাইট বুকিংয়ের উপর সাময়িকভাবে নিয়ন্ত্রণ রেখেছে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এটি মধ্য জাভা প্রদেশের উপকূলীয় শহর বাতাং থেকে প্রায় ৯৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৬। ভূকম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট নীচে।
আরও পড়ুন । বিদেশী শিক্ষার্থীদের ভিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র
কম্পনের কারণে এলাকায় সুনামির ভয়ের আশঙ্কা ছড়িয়ে পড়ে। যদিও ইন্দোনেশীয় আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থ বিজ্ঞান এজেন্সি জানিয়েছে, সুনামির কোনও আশঙ্কা নেই।
আরও পড়ুন । রহস্যময় গোলাপি পর্বত ইতালির আল্পস পর্বতে গলে যাচ্ছে হিমবাহ
২০০৪ সালে ভারত মহাসাগরের ভূমিকম্প এবং সুনামিতে ইন্দোনেশিয়ার প্রচুর মানুষ মারা যান। ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঝুঁকি রয়েছে। শোনা যায় ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভা উপকূলে এই ভূমিকম্প প্রায় ২ মিনিট ধরে স্থায়ী ছিল। তবে বড় ক্ষতির হাত থেকে রেহাই পেয়েছে ইন্দোনেশিয়া।
[“Source:- abcnews.go.com“]