মাত্র ২৪ বছরেই জীবনে বড় স্বপ্নপূরণ করলেন ইন্ডিয়ান আইডল বিজয়ী মানসী ঘোষ

মানসী ঘোষ

চলতি বছরেই ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’-এর ট্রফি জিতেছেন মানসী ঘোষ। তার হাত ধরেই এই প্রথম বাঙালি প্রতিযোগীর হাতে উঠল বিজয়ীর মুকুট। প্রথম থেকেই দৃষ্টি আকর্ষণ করেছিল পাইকপাড়ার এই মেয়ে।

নিজের সুরেলা কণ্ঠে বরাবর দর্শকের মন জিতেছেন মানসী। ইন্ডিয়ান আইডল জেতার পর থেকেই গায়িকার কেরিয়ারে একের পর এক সাফল্য ধরা দিয়েছে। এবার জীবনে আরও এক স্বপ্ন পূরণ করলেন মানসী।

গায়িকার ঘরে এলো নতুন সদস্য। নতুন গাড়ি কিনলেন মানসী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি সেয়ার করে নিজেই সকলকে সুখবর জানালেন গায়িকা। এদিন বাবা-মার সঙ্গে নতুন গাড়ির ছবিও পোস্ট করতে দেখা যায় মানসীকে।

কাজের পাশাপাশি নিজের স্বপ্নপূরণের দিকে এগিয়ে চলেছেন মানসী। এত কম বয়সে গায়িকার সাফল্যে গর্বিত তার ভক্তরা।