নতুন সুখবর দিলেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত মানসী ঘোষ, গায়িকার মুকুটে জুড়ল নতুন পালক

মানসী ঘোষ

চলতি বছরের ইন্ডিয়ান আইডল সিজেন ১৫-এ জয়ী হয়েছে বাংলার মেয়ে মানসী ঘোষ। তার হাত ধরেই এই প্রথম বাঙালি প্রতিযোগীর হাতে উঠল বিজয়ীর মুকুট। প্রথম থেকেই দৃষ্টি আকর্ষণ করেছিল পাইকপাড়ার এই মেয়ে।

নিজের সুরেলা কণ্ঠে বরাবর দর্শকের মন জিতেছেন মানসী। জেতার পর তাকে নিয়ে গর্ব করেছিলেন বাঙালিরা। ইন্ডিয়ান আইডল সিজেন ১৫-এ জয়ীর পর শানের সঙ্গে  একটি রেকর্ড সেরে ফেলেছে। আবার একটি বাংলা সিনেমার কথাবার্তা চলছে।

তবে এবার আরও এক নতুন সুখবর দিলেন গায়িকা। নিজেই সুখবর জানিয়েছিলেন মানসী। ইনস্টাগ্রামেমিউজিক কম্পোজার হিতেশ মোদকের সাথে ছবি শেয়ার করে মানসী লেখেন, @maheshmanjrekar স্যার এবং @hiteshmodak স্যারের জন্য গান গাওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য ও কৃতজ্ঞ!’

 

View this post on Instagram

 

A post shared by Manasi Ghosh (@manasighosh.official)

সরাসরি কিছু না বললেও ছবি দেখে বোঝাই যাচ্ছে এবার বলিউডের সিনেমায় প্লে ব্যাক করতে চলেছেন গায়িকা। তার নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেন।