এক লাফে নম্বর কমল ‘নিম ফুলের মধু’, বাজিমাত ‘ফুলকি’র

নিম ফুলের মধু

ফের হেরে গেল জি-বাংলার ‘নিম ফুলের মধু’। গত সপ্তাহে বাংলার টপার হলেও এই সপ্তাহে এক লাফে তৃতীয় স্থানে নেমে গেল এই ধারাবাহিক। তাহলে কি স্লট চেঞ্জেই কাল হল? নিম ফুল হেরে গেলেও ফুলকি ধারাবাহিক এখনো বেঙ্গল টপারের স্থান ধরে রেখেছে।

চলতি সপ্তাহে ৭.২ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে ফুলকি ধারাবাহিক। ৭.১ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কথা এবং গীতা এলএলবি ধারাবাহিক। ৬.৭ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু।  চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক, প্রাপ্ত নম্বর ৬.৫ আর ৬.৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক।

প্রথম – ফুলকি (৭.২)

দ্বিতীয় – কথা । গীতা এলএলবি (৭.১)

তৃতীয় – নিম ফুলের মধু (৬.৭)

চতুর্থ – জগদ্ধাত্রী (৬.৫)

পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৬.৩)

ষষ্ঠ – উড়ান (৫.8)

সপ্তম – রোশনাই (৫.৬)

অষ্টম – শুভ বিবাহ (৫.৭)

নবম – রাঙ্গামতি তীরন্দাজ । অনুরাগের ছোঁয়া (৫.৫)

দশম – তেঁতুলপাতা (৫.৪)