‘বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে একেবারেই বেমানান স্বস্তিকা! নেটিজেনদের কটাক্ষে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী

স্বস্তিকা দত্ত

আড়াই বছর পর পর্দায় ফিরেই নতুন চমক দিলেন স্বস্তিকা দত্ত। গত সোমবার থেকেই ছোটপর্দায় ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র সম্প্রচার শুরু হয়েছে। এদিকে বৃহস্পতিবার টিআরপি রেটিং চার্টে স্বস্তিকা দত্তর ধারাবাহিক দ্বিতীয় স্থানে। যদিও অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলা সিরিয়াল থেকেই।

তবে ‘বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে দর্শকের প্রশংসা পেলেও পাশাপাশি কিছু সংখ্যক দর্শকের সমালোচনাও রয়েছে। সম্প্রতি এক দর্শক মন্তব্য করেছেন – স্বস্তিকা নাকি বিদ্যার চরিত্রে একেবারেই মানানসই নন। নেটমাধ্যমের সেই মন্তব্য স্বস্তিকার চোখ এড়ায়নি।

এত বছর পর ছোটপর্দায় ফিরে দর্শকের সমালোচনা নিয়ে কি মত স্বস্তিকার? আজকাল ডট ইন-কে স্বস্তিকা বলেন, “নেটমাধ্যমে ট্রোল-কটাক্ষ আমি দেখি না। আমার প্রোফাইলে এলেও মুছে দিই। কিন্তু কেউ যদি বলেন, আমায় সেই চরিত্রে মানাচ্ছে না, তা হলে বুঝতে হবে তিনি আমাদের প্রোজেক্টটা দেখছেন। তাই তাঁর মতামতকে গুরুত্ব দিতে হবে। আমি এটাই। এরকমই। দর্শকদের ভাললাগাটা মাথায় তুলে রাখলে, তাঁদের খারাপলাগাটা এড়িয়ে যাব কেন!”

বর্তমানে টিআরপিতেই সিরিয়ালের ভবিষ্যৎ। তা কতটা ভাবায় স্বস্তিকাকে? অভিনেত্রীর কথায়, “টিআরপি আমাদের কাছে অ্যাওয়ার্ডের মতো। এটা দেখলে বুঝতে পারি মানুষ আমাদের ভালবাসছেন। গ্রহণ করছেন। তবে ধারাবাহিকের কলাকুশলীদের থেকেও ফিডব্যাক পাই। ওঁদের বাড়িতেও নাকি প্রফেসর বিদ্যা ব্যানার্জি চলে। তবে আমরা প্রচারে বিশ্বাসী নই। আমাদের কাজটাই কথা বলবে।”

Previous articleগ্রীষ্মকাল রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।