‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এবার নতুন ভিলেন, এন্ট্রি নিচ্ছেন ‘নিম ফুলের মধু’ খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী

চিরদিনই তুমি যে আমার

প্রোডাকশন হাউস আর চ্যানেলের অভ্যন্তরীণ ঝামেলায় কোপ পড়তে পারে জি-বাংলার সবচেয়ে মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকে গল্প খুব তাড়াতাড়ি টানা হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ধারাবাহিক বাঁচাতে আর্জি ফ্যানদের।

এসবের মাঝেই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে নতুন ভিলেন। ইতিমধ্যে আপনারা দেখছেন সিংহ রায় পরিবারে এন্ট্রি নিয়েছে এক অচেনা মহিলা। যিনি রাজনন্দীর ছদ্মবেশে অপর্ণাকে ভুল বুঝিয়ে আর্যকে খুনি বানানোর ষড়যন্ত্র করে।

অভিনেত্রী নবনীতা মালাকার

ধারাবাহিকের আজকের পর্বে এক ঝলক দেখানো হয় সেই ভিলেনকে। যদিও মুখ সামনে আনা হয়নি। আর সেই এক ঝলক দেখেই দর্শক বুঝতে পেরে যান খুব সম্ভবত এই ভিলেন ‘নিম ফুলের মধু’র তিন্নি অর্থাৎ অভিনেত্রী নবনীতা মালাকার। যাকে শেষ দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।