একটানা বৃষ্টির জেরে প্লাবিত কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। ব্যতিক্রম নয় মেদিনীপুরের ঘাটালেও। সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ। গোটা গ্রাম জলের তলায়। সম্বলহীন মানুষ আজ দিশেহারা। এমতাবস্থায় অসহায় সম্বলহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সেখানকার তৃণমূলের সাংসদ দেব অধিকারী।
বন্যা পরিস্থিতিতে বুধবার ঘাটালে উপস্থিত ছিলেন সাংসদ তথা অভিনেতা দেব। সেখানকার একাধিক এলাকা পরিদর্শন করেন। জলমগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সাহায্য করার আশ্বাস দেন অভিনেতা। এই দুর্দিনে দেবকে পাশে পেয়ে অসহায় মুখগুলোতে যেন একরাশ হাসি ফুটেছিল।
ঘাটালে দেবকে দেখা গেছে খালি পায়ে কাঁদার মধ্যে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলতে, তাদের সমস্যার কথা মন দিয়ে শুনতে। সাংসদ তথা অভিনেতা জানান, “যত তাড়াতাড়ি সম্ভব ঘাটালের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমি রাজনীতি অতটা জানি না। এখন ওই অসহায় মানুষগুলোকে উদ্ধার করাটা আমার কাজ। যাতে যত শীঘ্রই সম্ভব তাদের জন্য ত্রান এবং ওষুধ, পানীয় জলের ব্যবস্থা করতে পারি”।