অভিনয় পরিবারেই জন্ম এই ছোট্ট খুদের। দাদু ফেলুদা, বাবা ব্যোমকেশ, এবার বাঙালিয়ানা ধুতি পাঞ্জাবিতে ছোট্ট গোয়েন্দা সত্যান্বেষী সেজে উঠেছে এই খুদে একরত্তি। চোখে চশমা, পরনে ধুতি পাঞ্জাবীতে খুদের সাজ বেশ নজরকাড়া। তবে কি চিনতে পারছেন এই খুদেকে? ভাবছেন তো কার কথা হচ্ছে?
ছোট্ট একরত্তি হল গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের পুত্র ধীর। এবার স্কুলের হ্যালোইন পার্টিতে ছোট্ট খুদের লুক যেন চমকে দিয়েছে সকলকে। সোশ্যাল মিডিয়ায় ধীর এর একঝাঁক ছবি পোস্ট করে মা ঋদ্ধিমা লিখেছেন,
‘আজ স্কুলের হ্যালোইন পার্টি। যেখানে বেশিরভাগ ছোট ছোট সুপারহিরোরা মুখোশ পরে খেলে বেড়াচ্ছিল। কেউ সুপারম্যান, কেউ ব্যাটম্যান, কেউ আবার স্পাইডারম্যান সেজেছে। সেখানে আমাদের ছোট্ট গোয়েন্দা সত্যান্বেষী ধুতি এবং চশমা পরে ভিতরে ঢুকেছিল।’
ঋদ্ধিমা আরও লিখেছেন, ‘ধীর হয়তো জানে না সুপারম্যান বা স্পাইডারম্যান কে। অথবা আমাদের নিজস্ব সুপারহিরো ব্যোমকেশ এবং ফেলুদার সঙ্গেও সে পরিচিত নয়। কিন্তু ও চায় বাবার মতো সুপারহিরো হতে। হয়তো পরের বছর আরও একধাপ এগিয়ে যাবে এবং সুপারহিরো ঠাকুরদা হবে। কী বলো?’
View this post on Instagram


