আইপিএল লিগের জন্য বাংলা ধারাবাহিকগুলি TRP-র কমে গেছে। তবে ধারাবাহিকের টিআরপিতে বড় চমক। এক ধাক্কায় ছন্দ পত্তন জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের। নম্বর কমে চতুর্থ স্থানে নেমে গেল সৃজন-পর্ণা । এদিকে সকলের টপকে বাংলার টপার স্থান দখল সুস্মিতা দে’র ‘কথা’ সিরিয়াল।
চলতি সিজেনে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক টপ ৫-এ নেমে গেছে। এদিকে টিআরপি তালিকায় বাজিমাত করল ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য ফিরতেই এক লাফে অষ্টম স্থানে উঠে এলো এই ধারাবাহিক।
চলতি সপ্তাহে TRP-তে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছেন ‘কথা’। তার প্রাপ্ত নম্বর ৬.১। ৬.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’। ৫.৯ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ এবং চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু, তার প্রাপ্ত নম্বর ৫.৭। পঞ্চম স্থানে ৫.৪ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’।
প্রথম – কথা (৬.১)
দ্বিতীয় – গীতা LLB (৬.০)
তৃতীয় – ফুলকি (৫.৯)
চতুর্থ – নিম ফুলের মধু (৫.৭)
পঞ্চম – জগদ্ধাত্রী (৫.৪)
ষষ্ঠ – কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
সপ্তম – বধূয়া (৪.৭)
অষ্টম – অনুরাগের ছোঁয়া (৪.৬)
নবম – রোশনাই (৪.৪)
দশম – জল থই থই ভালোবাসা (৪.২)