“২০১৮ সালে ভয়ংকর দুর্ঘটনায়…যার মাশুল রোজ গুনি”, কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী শ্রুতি দাস

 শ্রুতি দাস

ট্রোলারদের যোগ্য জবাব দিতে আজ পর্যন্ত পিছপা হননি ছোটপর্দার অন্যতম স্পষ্টবাদী অভিনেত্রী শ্রুতি দাস। এই মুহুর্তে ‘জোয়ারভাঁটা’ ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন শ্রুতি দাস। সদ্যই ধারাবাহিকে দেখানো হয়েছে বুড়ির বেশে শাড়ি পরে ‘নিশা’ অর্থাৎ শ্রুতি দাসের দৌড়ানোর সিন।

সেই দৃশ্য সম্প্রচার হওয়ার পর থেকেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এ কেমন দৌড়, এমন মন্তব্য করেছেন একজন দর্শক সোশ্যাল মিডিয়াতে। কেউ কচ্ছপের সাথে তুলনা টেনেছেন। কারুর মতে, নায়িকার ওজন বেড়ে গিয়েছে।

এবার ট্রোলারদের কড়া জবাব দিতে ২০১৮ সালে অভিনেত্রীর সাথে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনার কথা তুলে ধরলেন। এই সমালোচনার উত্তর দিতে গিয়ে অভিনেত্রী লিখলেন,

“জীবনে কখনও কাউকে কোনওদিন ক্ল্যারিফিকেশন দিইনি। কিন্তু ‘জোয়ারভাঁটা’ নিয়ে সবাই এতো অবসেসড যে, এমন একটি বিষয় যেটা অনেকেই জানেন না,বছর শেষে তাদের প্রথম বার একটু জানিয়ে যাই। ২০১৮ সালে কাটোয়ায় হওয়া একটি বাইক দুর্ঘটনায় আমার বাঁ পাটি এমন হয়ে যায়। (সফট টিস্যু ইনজ্যুরিতে পায়ের কী অবস্থা তার ছবি দিয়েছেন অভিনেত্রী) দীর্ঘদিন চিকিৎসা চলেছে।এখনও মাঝে মাঝে ফিজিওথেরাপি চলে। এটা সম্পূর্ণ কিওর হওয়ার নয়।”

শ্রুতি আরও বলেন, “সে যাই হোক,নিশাকে সবাই এতো ভালোবাসেন তাই তার দৌড়ানোটাও তারা পারফেক্ট চান, কিন্তু সরি, এটা আমার হাতে নেই, আমার বাঁ পায়ে ব্যালেন্স এর অভাব,কোমরের L4 L5 এর মাঝে গ্যাপ বিভিন্ন কারণে আমি অভিনয় সাবলীলভাবে করার চেষ্টা করলেও শারীরিকভাবে আমি অনেক কিছুই দাঁতে দাঁত চেপে করি, যেগুলো আমার করা বারণ। পা বেঁকে যাওয়া, শিরায় টান,পা ফুলে যাওয়া,নীল হয়ে যাওয়া। এগুলো আমার কাছে জলভাত। বিশেষত শীতকালে।”

“যাইহোক,অনেকের অনেক মন্তব্য দেখছি আমার ভাইরাল হওয়া একটি বুড়ি সাজের দৌড় দেখে। এ কেমন দৌড়! নায়িকার ওজন বেড়ে গেছে তাই দৌড়তে পারেনা! কচ্ছপের মতো দৌড়ায়! এই সেই। আজ ও হয়তো এই অজানা কাহিনী আমি জানাতাম না। কারণ ২০১৮ আমায় অনেক ভাবে শেষ করেছে, যার মাশুল রোজ গুনি,কিন্তু আজ যারা নিশাকে নিয়ে কন্সার্ন্ড তাদের শ্রুতিকে চেনা অত্যাবশ্যক বলে আমি মনে করি। সবাই সুস্থ থাকবেন।”

 শ্রুতি দাস

Previous articleসেরা 100 টি নতুন বছরের শুভেচ্ছা 2026 । Happy New Year
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।