একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। তার গাওয়া ‘ও আমার বউদিমণি কাগজওয়ালা’ বা ‘ও চাঁদ তোর জন্মদিন’ গানগুলি একটা জেনারেশনের কাছে নস্ট্যালজিয়া। জাতিস্বর-এ কণ্ঠ দিয়ে পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। কিন্তু জনপ্রিয় সেই সংগীতশিল্পীর কণ্ঠে অন্য সুর। বর্তমান জেনারেশন নাকি শুনছেন না তার গান।
কিছুদিন আগে আনন্দবাজার অনলাইনের লাইভে হাজির হয়েছিলেন গায়ক রূপঙ্কর বাগচী। লাইভ আড্ডাতেই বলেন নিজের মনের কথা। বিগত পাঁচ বছর ধরে ইউটিউবে মোট ৫৪টা কন্টেন্ট বানিয়েছেন তিনি। এই পাঁচ বছরে চ্যানেল থেকে উপার্জন করেছেন মাত্র আড়াই হাজার টাকা। যেখানে এই কন্টেন্ট তৈরি করতে তার খরচ হয় পাঁচ লক্ষ টাকার মতো।
সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী লাইভে আরও জানান, ২০১৯ সালে তাঁর শেষ জনপ্রিয় গান ‘জাগো উমা’। এরপর থেকে তার কোনও গানই আর শ্রোতাদের কাছে সেইভাবে প্রতিক্রিয়া পাননি। আক্ষেপের সুরে তিনি জানায়, ‘সবাই এখনও রূপঙ্কর মানেই বোঝেন ‘বউদিমণি’, ‘ভোঁ কাট্টা’, ‘এ তুমি কেমন তুমি’, ‘আজ শ্রাবণে’ ইত্যাদি। এর বাইরেও কত গান করেছি। শ্রোতারা শুনতেই চান না।’ তাহলে কি শ্রোতারা আর পছন্দ করছেন না রূপঙ্করের গান?
সূত্রঃ anandabazar . com/entertainment/rupankar-bagchi-earned-a-small-amount-from-youtube-after-submit-54-contents-dgtl/cid/1315699