খারাপ খবর! অস্কার দৌড় থেকে ছিটকে গেল ইমন চক্রবর্তীর গাওয়া বাংলা গান

ইমন চক্রবর্তী

অনেকেই হয়তো জানেন অস্কার দৌড়ে পা রেখেছিল ইমন চক্রবর্তীর গাওয়া বাংলা গান ‘ইতি মা’। যা নিয়ে বেশ হৈ চৈ হয় গোটা বাংলায়। ইমনকে বাহবা জানিয়েছিলেন অনেকেই। তবে দুর্ভাগ্যবশত, অস্কার দৌড়ে পৌঁছে শেষ পর্যন্ত ছিটকে গেল ইমনের গান।

ইমনের গাওয়া ‘পুতুল’ ছবির সেই গান জায়গা পেল না সেরা ১৫-র তালিকায়। অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় স্থান পেয়েও শেষ অবধি টিকে থাকতে পারল না। গায়িকা নিজেই তা পোস্ট করে জানিয়েছেন।

ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তীর নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে লেখেন, ‘ইতি মা অস্কার ১৫-তে জায়গা করতে পারে নি’। এই খবরে মন ভেঙে গেছে গায়িকার ভক্তদের।

Previous articleগ্লোরি ক্যাসিনো অনলাইন জুয়ায় একটি নতুন যুগ
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।