অনেকেই হয়তো জানেন অস্কার দৌড়ে পা রেখেছিল ইমন চক্রবর্তীর গাওয়া বাংলা গান ‘ইতি মা’। যা নিয়ে বেশ হৈ চৈ হয় গোটা বাংলায়। ইমনকে বাহবা জানিয়েছিলেন অনেকেই। তবে দুর্ভাগ্যবশত, অস্কার দৌড়ে পৌঁছে শেষ পর্যন্ত ছিটকে গেল ইমনের গান।
ইমনের গাওয়া ‘পুতুল’ ছবির সেই গান জায়গা পেল না সেরা ১৫-র তালিকায়। অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় স্থান পেয়েও শেষ অবধি টিকে থাকতে পারল না। গায়িকা নিজেই তা পোস্ট করে জানিয়েছেন।
ইমন চক্রবর্তীর নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে লেখেন, ‘ইতি মা অস্কার ১৫-তে জায়গা করতে পারে নি’। এই খবরে মন ভেঙে গেছে গায়িকার ভক্তদের।