গত সপ্তাহে রবিবারে দাদাগীরির মঞ্চে উপস্থিত ছিলেন একঝাঁক সঙ্গীত শিল্পী। ইমন চক্রবর্তী, আকৃতি কক্কর, গায়ক শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যরা। মঞ্চে একে একে গান গেয়ে শোনান দাদাকে। কিন্তু ইমন চক্রবর্তীর গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শুনে বেজায় চটেছেন নেটিজেনরা।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী, সে কি না গাইল ‘মানিকে মাগে হিথে’! নেটমাধ্যমে এই নিয়ে ব্যাপক ট্রোলের মুখে পড়ে ইমন। আবার একাংশ তার গানের প্রশংসাও করেছেন।
ইমন ‘মানিকে মাগে হিথে’ গাইতে পারেনি বলেই মনে করেছে একাংশ। অনেকে আবার মন্তব্য করেছেন, “সব গান সবার জন্য নয় সেটা কি বোঝেন না”। অনেকে আবার রসিকতা করে বলেছেন, “গানটার ১২ টা বাজিয়ে দিলেন”।
একজন মন্তব্য করেছেন, ‘আগে ডি সিলভার গাওয়া গানটা শুনুন। তারপর গাইবেন। গায়িকা হলেই সব গান গাওয়া যায় না”। আবার কেউ বলেছেন, “মানিকে মাগে হিথে যে এত বাজে গাওয়া যায়, তা ওঁরটা না শুনলে বুঝতাম না”!
View this post on Instagram
তবে ইমনের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রোলের বিরোধিতা করেছেন। তবে এই সমস্ত ব্যাপারে নীরব গায়িকা ইমন।