সাম্প্রতিক সময়ে আরজি করের বিষয়টি নিয়ে গোটা রাজ্য যখন প্রতিবাদে সরব হয়েছে, ঠিক সেই সময়ে সঙ্গীতশিল্পীদের ঘিরে কটাক্ষের ঝড়। গত ১৯ অগস্ট প্রতিবাদে নেমেছিলেন সঙ্গীতশিল্পীরা।
কিন্তু কিছু মানুষদের দাবি, এমন পরিস্থিতেও সঙ্গীতশিল্পীরা তাদের গান বাজনার অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন কি করে! সোশ্যাল মিডিয়ায় উঠে আশা এমন মন্তব্যের সরাসরি জবাব দিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। ঠিক কি বললেন গায়িকা?
গত ১৪ আগস্ট শ্যামবাজারে ছিল ইমনের চক্রবর্তীর লাইভ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই গায়িকা জানান, ‘নমস্কার আমি ইমন। আমার সঙ্গে রয়েছে টিম টুগেদারনেস। মেয়েদের সম্মানের জন্য, তাঁদের সম্মান রক্ষার্থে প্রত্যেকটা মেয়ে আজ বাংলায় পথে নামছে। তবে অনেকের প্রশ্ন আমরা কীভাবে এই অনুষ্ঠানটা করছি?’
গায়িকার কথায়, ‘আমরা অনুষ্ঠানটা করছি, কারণ এটা আমাদের কাজ। আমাদের শিল্পীদের, যারা গান-বাজনা করি, মঞ্চে পারফর্ম করা, স্টুডিয়োতে গিয়ে গান গাওয়া, অভিনয় করা এগুলো আমাদের কাজ, তাই সেটা আমাদের করতেই হবে। সেজন্য কোনও বক্তব্য রাখার আগে, আমরা যদি একটু সহানুভূতিশীল হই, তাহলে সেটা সকলের জন্যই ভালো। আপনারাও ভালো থাকুন, শিল্পীদেরও ভালো রাখুন।’
View this post on Instagram