রুপোলি দুনিয়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দোলন রায়। যিনি একটা সময় সিরিয়াল থেকে সিনেমা সবক্ষেত্রেই রাজত্ব করেছেন। তবে বর্তমানে অভিনেত্রীকে খুব একটা ক্যামেরার সামনে দেখতে পাওয়া যাচ্ছে না বলেই দর্শকের মনে কৌতুহলের শেষ নেই।
আপাতত গুছিয়ে সংসার করাতেই ব্যস্ত অভিনেত্রী। তবে ক্যামেরার সামনে তার উপস্থিতি কমে যাওয়া নিয়ে এক সাক্ষাতকারে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে টেলিদুনিয়ায় ঠিক কি সমীকরণে কাজ চলছে তা নিয়েও স্পষ্ট ভাষায় উত্তর দিতে দেখা যায় অভিনেত্রীকে।
অভিনেত্রীর কথায়, আগে সিরিয়াল জগতের অনেকটাই নির্ভর করত ডিরেক্টর বা পরিচালকের উপর। তবে বর্তমানে তা সম্পূর্ণভাবে কর্পোরেট হয়ে উঠেছে। বেশিরভাগটা নির্ভর করে চ্যানেলের পছন্দ-অপছন্দের ওপর। পাশাপাশি সোশ্যাল মিডিয়ারও প্রভাব রয়েছে বলে মনে করেন অভিনেত্রী। দোলনের মতে, বিশেষ কোন ছবি কিংবা বিজ্ঞাপনের শুটের জন্য তাদেরকেই বেছে নেওয়া হয় যাদের ফেসবুক-ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি। যেটাতে অভিনেত্রী অনেকটাই পিছিয়ে আছেন বলে মনে করেন। শুধু তাই নয় বড় কোন কাজ পাওয়ার ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বিশেষভাবে কাজ করে তা অভিনেত্রীর কথায় বেশ স্পষ্ট। কেবলমাত্র পরিচালকের কথাই শেষকথা নয়।