মেগা ধারাবাহিক মানেই যে শুধু নায়ক-নায়িকা তা নয়, পার্শ্বচরিত্রে অভিনেতা আর অভিনেত্রীরা সমান গুরুত্ব পায়। পার্শ্বচরিত্রে কাজ করা একজন অভিনেত্রী হলেন অবন্তি দত্ত। বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। পেয়েছেন দর্শকের অগাধ ভালোবাসা।
ছোটপর্দায় দাপিয়ে কাজ করেছেন। তার অভিনয় দক্ষতা বরাবর মানুষ প্রশংসা জানিয়েছেন। কাজ করতে ভীষণ ভালোবাসেন তিনি। তবে বর্তমানে তাকে সেভাবে ছোটপর্দায় দেখা যাচ্ছে না। শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে। দীর্ঘ ছয় মাস অভিনেত্রীর হাতে কোন কাজ নেই।
সম্প্রতি Tolly Factz এর এক সাক্ষাৎকারে কাজের প্রসঙ্গে বলতে গিয়ে চোখ জল এলো অভিনেত্রী। এই সাক্ষাৎকারে তিনি অভিনেত্রী অবন্তি দত্ত জানান, ‘ধারাবাহিক শেষ হয়েছে প্রায় নয় মাস কেটে গেছে। এখনও পর্যন্ত হাতে কোন কাজ নেই। এমন নয়, আমি কাজের খোঁজ করিনি বা আমি কাজ করতে চাইছি না। আমি কাজের মধ্যেই সবসময় থাকতে চাই। কিন্তু প্রোডাকশন হাউসগুলোয় ছবি পাঠানোর পরেও কোথাও গিয়ে কাজ আটকে যাচ্ছে। আমার সাথে ওরা যোগাযোগ করছে কিন্তু তারপর আর কথা এগোচ্ছে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘হতে পারে যেহেতু আমরা পুরনো তাই পারিশ্রমিক বেশি দিতে হয়। তাই নতুনদের কম পারিশ্রমিকে কাজ করানো হচ্ছে। বাচ্চা বাচ্চা মেয়েরা মা-কাকিমার চরিত্রে অভিনয় করছে। হয়তো তাদের সুযোগ দিচ্ছে। তবে ভেতরের খবর কি আমি বলতে পারব না। হাতে কাজ না থাকায় এখন ফেসবুকে আবৃতি, গান করছি। সকলে প্রশংসা করছে তবে সকলে জিগেস করেন কবে পর্দায় ফিরব আমি কাউকে বোঝাতে পারছি না এটা আমার হাতে নেই।’