‘আমি কাজ পাচ্ছি না…প্রযোজনা সংস্থাগুলির পেয়ারের নই তাই হয়তো…’, ক্ষোভ প্রকাশ অভিনেত্রী অবন্তী দত্তের

অভিনেত্রী অবন্তী দত্ত

একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে একটা সময় অভিনয় করে দর্শকদের মন জিতেছেন অভিনেত্রী অবন্তী দত্ত। অভিনয় জীবনে তাকে কখনো বসে থাকতে হয়নি। সেই অভিনেত্রীর আজ হাতে কাজ নেই। তাকে শেষবারের মতো দেখা যায় ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে।

তাহলে কি ছোটপর্দাকে বিদায় জানালেন অভিনেত্রী? এই সময় অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজ না পাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় কাজ করছি না তা নয়। সোজা কথায় আমি কাজ পাচ্ছি না। কিছু কাজের কথা হচ্ছে। তার পর সেটা আর এগোচ্ছে না। কী যে হচ্ছে আমার সঙ্গে বুঝতে পারছি না।’

কনে দেখার আলো ধারাবাহিকে জেঠিমার ভূমিকায় কয়েকদিন শুটিং করেছেন কিন্তু আর ডেট পাচ্ছেন না। একই জিনিস চিরসখা ধারাবাহিকে ঘটেছে বলে জানান অবন্তী।

তিনি বলেন, ‘ধারাবাহিকে মিটিলের মায়ের চরিত্রে আমি কয়েক দিন কাজ করেছিলাম। মে মাসের পর থেকে আমি আর ডাক পাইনি। লক্ষ্মীপুজোর দিন লীনাদিকে(গঙ্গোপাধ্যায়) জিজ্ঞেসও করেছিলাম, আমার ট্র্যাক কি আর আসবে? দিদি জানিয়েছিলেন, ঠিক আসবে। দেখি, কবে আবার ডাক পাই।’

অভিনেত্রীর মতে, ‘প্রযোজনা সংস্থাগুলির পেয়ারের নই। আমি নিয়মিত যোগাযোগ রাখতে পারি না। পার্টিতেও ডাক পাই না। সেই জন্যেই আমি ব্রাত্য়। আমার প্রজন্মের অনেকেই তো পর পর কাজ পাচ্ছেন না। আমি কেন পাচ্ছি না, বুঝতে পারছি না।’

সূত্রঃ https://eisamay .  com/entertainment/abanti-dutta-alleges-favoritism-bengali-film-industry-controversy/200451219

Previous articleশুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা । ম্যাসেজ । এসএমএস | কোটস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।