বর্তমানে স্টার জলসার ‘আজকের নায়ক পরশুরাম’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। তার আর অভিনেত্রী তৃণা সাহার জুটি অল্প সময়ের মধ্যে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেছে। বহু বছর পর তিনি বাংলার প্রথম সারির চ্যানেলে ফিরলেন।
ধারাবাহিকটি পুরুষকেন্দ্রিক হওয়ায় এই মেগায় কাজ নিয়ে ভীষণ খুশি ইন্দ্রজিৎ। সম্প্রতি নিজের কাজ এবং ছোটপর্দা নিয়ে এই সময়ের কাছে মুখ খুললেন অভিনেতা।
ইন্দ্রজিৎ এর অভিনীত ধারাবাহিক বর্তমানে টপার। তবে অনেক জনপ্রিয় ধারাবাহিক আছে টিআরপির দৌড়ে পিছিয়ে পড়ছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই সময় সংবাদমাধমের কাছে অভিনেতা বলেন, “আমি কাউকে ছোট না করেই একটা কথা বলতে চাই, সবাই তো খাটে কিন্তু সবাই কি শাহরুখ খান হতে পারেন? উনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কাজ করার পর যে পরিশ্রমটা করেছি সেটা বাকিরা করেন না।”
অভিনেতা আরও জানান, “আমিও এই কথাটায় বিশ্বাস করি। কাজ পাওয়ার জন্য অধিকাংশ মানুষই যে এফর্টটা দেন, পাওয়ার পর সেটা দেন না। এটা শুধু অভিনেতাদের ক্ষেত্রে নয় সকলের জন্য প্রযোজ্য। কারণ আমাদের কাজটা পুরোটাই টিমওয়ার্ক। ওটা ঘাঁটলে সবটা ঘেঁটে যেতে বাধ্য। একেবারেই না। কারণ একটাই। স্নেহাশিস চক্রর্বতী যে ভাবে মাইলস্টোন রিচ করেছেন, ওঁর প্রস্তাবই তো যথেষ্ট কোন কাজে হ্যাঁ করার জন্য। ওই মানুষটা একাধারে ক্রিয়েটিভ এবং বিজনেস পার্সন। কী ভাবে যে এই কম্বিনেশন সম্ভব, আমার ভাবতে অবাক লাগে। ওঁর থেকে অনেক কিছু শিখতে চাই। আগেই কাজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। অবশেষে এই প্রজেক্টে দু’য়ে–দু’য়ে চার হলো।”
সুত্রঃ https://eisamay . com/entertainment/exclusive-interview-with-tv-serial-actor-indrajit-basu/200395215.cms