অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ফের আবার কাজে ফিরছেন মাতৃত্ব ছুটি কাটিয়ে। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। ছোট কোলের শিশুকে ফেলে কাজে ফেরা কতটা চ্যালেঞ্জিং একজন মা-ই বোঝেন।
সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে দেখা যাবে তাকে। সম্প্রতি বর্তমান পত্রিকায় অভিনেত্রী জানান, ‘সন্তানকে রেখে কাজে ফেরাটা প্রত্যেক মায়ের কাছেই খুব চ্যালেঞ্জিং। আমার ছেলের বয়স সাত মাস। অগ্নি এর আগে এতটা সময় আমাকে ছেড়ে থাকেনি। আমার মা সব সময় ওর দেখাশোনা করছেন। মায়ের সঙ্গে একজন সহকারীও আছেন। ওর বাবাও কাজের ফাঁকে যতটুকু সময় পাচ্ছে ওর যত্ন করছে।’
এতদিন পর পর্দায় ফিরেও আবার ভিলেন চরিত্রে অভিনয় করবেন রুপসা। একের পর এক নেগেটিভ চরিত্রে অভিনয়। এই সংবাদমাধ্যম থেকে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয় পর পর ভিলেন চরিত্রে অভিনয় করতে টাইপকাস্ট হওয়ার ভয় লাগে না? এই প্রশ্নের উত্তরে বর্তমান পত্রিকাকে রুপসা জানান, ‘আমার ভালোই লাগে। নেগেটিভ ক্যারেক্টার চ্যালেঞ্জিং। তবে টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় নেই। আমার অভিনীত একটা চরিত্রকে অন্য চরিত্রের থেকে আরও বেশি ভালো ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। মেঘা চরিত্রটা নাম, খ্যাতির জন্য নিজের ভালোবাসার সঙ্গে আপস করে। অন্য একজনকে বিয়ে করে বিদেশ চলে যায়। খ্যাতি অর্জন করার পর কলকাতায় ফেরে। সেখানে পুরনো প্রেমিকের সঙ্গে ফের দেখা হয়। আবার তার কাছে ফিরতে চায় মেয়েটি।’