‘আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই।’ নিজের হোটেলে দাঁড়িয়েই সুর চড়ালেন ভাইরাল নন্দিনী

নন্দিনী

স্মার্ট দিদি নন্দিনীকে কে না চেনেন? বর্তমানে একটা নয় দুটো পাইস হোটেলের মালিক নন্দিনী গঙ্গোপাধ্যায়। নেট দুনিয়াতেও বেশ প্রভাবশালী এই ভাইরাল দিদি। তাই তার ছোট ছোট কর্মকান্ডও উঠে আসে সমাজমাধ্যমের পাতায়।

সম্প্রতি নিজের হোটেলে খাবারের দাম প্রসঙ্গে কিছু কথা বলতে শোনা গেল। Trends In Bengal- নামে এক ফেসবুকের পাতায় উঠে এসেছে ভাইরাল দিদির কিছু মন্তব্য। নিজের হোটেলে বসেই নন্দিনী দি বলছেন,’ আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই। চিটিংবাজ আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে।’

এরপরই নিজের হোটেলের থালি দেখিয়ে নন্দিনীদি বলেন, একটা থালির মধ্যে করলাভাজা, ঝুরি আলুভাজা, বেগুনি, আলুভাজা বা আলু সিদ্ধ, পাঁপড়, চাটনি। এখান থেকে ৩ টে আইটেম সরিয়ে নিলে দাম পর্বে ৩০ টাকা, আর এই সবকটা আইটেম মিলিয়ে এই থালির ৫০ টাকা দাম হবে না?

তবে এর আগেও নন্দিনীদিদির হোটেলে খাবারের দাম নিয়ে প্রশ্ন ওঠায়, তাকে স্পষ্ট জবাব দিতে শোনা যায়। নন্দিনীদিদির বক্তব্য অনুযায়ী, ‘আমার ব্যবসা আমি করব, কিন্তু কখনও কাউকে গিয়ে জিজ্ঞেস করতে যায়নি কম দামে বিক্রি করছ কেন, আমার হোটেলে যে খাওয়ার সে খাবে, যে পারবে সে খাবে না।’

ভাইরাল দিদির ডালহৌসির দোকান ছাড়াও রয়েছে নিউ টাউনের হোটল, যা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।