বাদাম বিক্রি করতে করতে গান ধরে ছিলেন ভুবন বাদ্যকর। তার সেই গান আজ জগত জুড়ে ভাইরাল। রাতারাতি সেলিব্রেটি হয়ে গিয়েছেন তিনি। কিছুদিন আগে ‘গোধূলি বেলা মিউজিক ষ্টুডিও’ এর চুক্তি করে ১.৫ লক্ষ টাকা পেয়েছেন। রাজ্য পুলিশের তরফে সংবর্ধনাও পেয়েছেন।
কিছুদিন আগের কথা, ইলামবাজারের এক অনুষ্ঠানে তার সাথে চুক্তি স্বাক্ষর করে হাতে তুলে দেওয়া হয় তিন লক্ষ টাকা। সেই মঞ্চে দাঁড়িয়ে “কাঁচা বাদাম” গায়ক জানিয়েছিলেন, “আমি এখন সেলিব্রেটি, আর বাদাম বেচব না”। তার এই একটা মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সকলের কাছে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় ভুবন বাদ্যকর। নেটিজেনরা দাবি করেছিলেন, “যেই পেশার ভুবনবাবু এত জনপ্রিয়তা পেলেন সেই পেশাকেই অপমান করছেন। একদিন ফল ভুগতে হবে”।
দিন ঘুরতে না ঘুরতেই বিপত্তি। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ছেলে রোজগারের জন্য। আর সেই গাড়ি চালানোর শিখতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েন বাদাম কাকু। হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সুস্থ হয়ে বাড়ি ফিরে নিজের ভুল বুঝতে পারেন আর এক সাংবাদিকদের ক্যামেরার সামনে সকলের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নেন ভুবনবাবু। তিনি জানিয়েছেন, “আমি সেলিব্রিটি মানে বুঝি না। মানুষের ভালোবাসায় আজ আমি এখানে। আমি ভুল করেছি, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিশ্চই বাদাম বিক্রি করব। তবে এখন দর্শক আমার পাশে আছে। যেদিন থাকবে না, সেদিন আবার বাদাম বিক্রি করব”।