দীপাবলির দিন ‘পরিণীতা’ ধারাবাহিকের শুটিং সেটে নির্দিষ্ট সময় পর্যন্ত শুটিং করার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুব্রত গুহ রায়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তিও করানো হয় নিমফুলের মধু’র ‘অখিলেশ জেঠু’কে।। এখন কেমন আছেন অভিনেতা? কি কারণে অসুস্থ হয়ে পড়লেন তিনি?
হাসপাতাল থেকেই আনন্দবাজার ডট কমের সঙ্গে কথা বলেছেন সুব্রতবাবু। অভিনেতা বলেছেন, “আমার পরিবারের অনেকেই চিকিৎসক। মাঝেমধ্যে আমার স্ত্রী বা আমি এই সমস্যায় ভুগি। বিশেষ করে খাওয়া-দাওয়ার অনিয়ম হলে। ভেবেছিলাম সে রকমই কিছু।”
খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নিতে যান তিনি, শোয়ার পরেই আচমকা পেটে ব্যথা বাড়তে থাকে। সেই মুহুর্তে অভিনেতা যোগাযোগ করেন চিকিৎসক ভগ্নিপতির সঙ্গে। তিনি একটি ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেন সুব্রতকে। পাশাপাশি, হাসপাতালে ভর্তি হওয়ার কথাও বলেন।
ইঞ্জেকশন নেওয়ার পরে ব্যথা কিছুটা কমলেও হাসপাতালের চিকিৎসক জানান, কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। মঙ্গলবার সিটি স্ক্যান হয়েছে। এখনও কিছু ধরা পড়েনি।” কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাঁকে। স্যালাইন চলছে। তরল খাবার দেওয়া হয়েছে।
সুব্রতবাবুর কথায়, “আপাতত আরও দিন দুই হয়তো থাকতে হতে পারে। চিকিৎসকেরা যাবতীয় পরীক্ষা করে নিতে চাইছেন। দর্শক আমায় খুব ভালবাসেন। কেউ জেঠু, কেউ দাদু ডাকেন। দিন দুই শুটিং করতে পারব না। ওঁরা খুঁজবেন, ‘দাদু কোথায় গেল!’ সেই জন্যই সমাজমাধ্যমে সকলকে আমার অবস্থা জানালাম।”