“মুখ খুললেই আর ডাকা হবে না…”, বিস্ফোরক মন্তব্য লোপামুদ্রার

লোপামুদ্রা মিত্র

দীর্ঘ তিন দশক ধরে ভিন্ন ঘরানার গান গাওয়ার পাশাপাশি একজন শিল্পী হিসাবে নিজের স্বাধীন পরিচয়টুকু আজও বজায় রেখেছেন লোপামুদ্রা মিত্র। সম্প্রতি সংগীতজগতের বাস্তবতা নিয়ে মুখ খুললেন লোপামুদ্রা। গায়িকার কথায় কোন উত্তেজনা নয়, বরং অভিজ্ঞতার ছাপ ফুটে উঠতে শোনা গেল।

বর্তমানে অনেক গায়কই জনপ্রিয়তার দৌড়ে নতুন গান তৈরি করার চেয়ে পুরোনো সুর বা পরিচিত হিট গানের উপর ভরসা করেই এগিয়ে চলেছেন। অন্যদিকে অনেকেই মনে করেন টেলিভিশনের বিভিন্ন ‘রিয়েলিটি শো’ শিল্পীদের প্রচারের বড় জায়গা, কিন্তু লোপামুদ্রা তা নিয়ে ভিন্ন মত পোষণ করেন।

লোপামুদ্রা বলেন, “আমাদের সময় বা তার আগেও নিজের গানকে আজকের মতো এতটা প্রমোট করা হতো না। তাছাড়া সেই সুযোগও ছিল না, কিন্তু এখন আছে! এখন পুরোনো গানকে প্রমোট করা যায়, এমনকি সেটাই করা হয় নাচ বা গানের রিয়েলিটি শোতে।”

“আমরা বিচারক হয়ে যাই ঠিকই কিন্তু বলার অধিকার থাকে না যে প্রতিযোগীদের নতুন গান করতে হবে বা নতুন গানই ব্যাবহার করতে হবে। কারণ, এক তো প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবার ভয় নিজেদের গানকে তারা ভরসা করতে পারে না আর দ্বিতীয়ত, মুখ খুললেই আমাদেরকে আর ডাকা হবে না!” গায়িকার কথাতেই স্পষ্ট যে তিনি কারোর বিরুদ্ধে নয়, বরং শিল্পের বর্তমান কাঠামো নিয়েই বেশ চিন্তিত।