বাংলা জগতের একজন খ্যাতনামা গায়িকা হলেন ইমন চক্রবর্তী। বাংলার গানের দুনিয়ায় তিনি হলেন রত্ন। তবে যেমন তার সুনাম রয়েছে, তেমনি রয়েছে বদনাম। যদিও শিল্পীদের এই দুটি জিনিসকে আপন করে নিয়েই জীবনের পথ চলতে। তার গান যেমন মানুষের ভীষণ পছন্দের আবার সোজাসাপটা কথা বলার জন্য অনেকের কাছে সমালোচনা হন।
‘তুমি যাকে ভালোবাসো’ থেকে ‘আলাদা আলাদা’, ‘রঙ্গবতী’, ‘টাপা টিনি’, ‘শুনেছি সেদিন তুমি’, ‘আমি আবার ক্লান্ত পথচারী’ র মতো একাধিক গান উপহার দিয়েছেন ইমন। প্লেব্যাকের পাশাপাশি ইমনে গানের ক্লাসও করান। অনেকেই মনে করেন ইমনের কাছে গান শিখলেই নাকি রিয়্যালিটি শোয়ের দরজা খুলে যায়। সত্যিই কি তাই?
কিছুদিন আগে এই প্রসঙ্গেই ইটিভি ভারতের কাছে মুখ খুলতে দেখা যায় ইমনকে। এই সংবাদমাধ্যমের কাছে ইমন বলেন, “আমার কাছে অনেকেই এসে জিজ্ঞেস করেছেন, আপনার কাছে গান শিখলে রিয়ালিটি শো-তে চান্স পাব ? বিশেষত আমি যে রিয়ালিটি শোতে বিচারক, সেখানে যাওয়ার প্রবল ইচ্ছা আর আগ্রহ দেখতে পাই । তার মধ্যে কোনও ভুল নেই । আশা থাকতেই পারে । আমার কাছে যখন চ্যানেল থেকে বলে স্টুডেন্ট পাঠাও, আমি সবাইকে যেতে বলি । কিন্তু তার মানে এই নয় যে, আমার দিক থেকে চ্যানেলের কাছে কোনও ফোন যাবে । আর আমি যদি বলিও যে আমার স্টুডেন্টদের সুযোগ দিও, চ্যানেল শুনবে না । চ্যানেল কোয়ালিটি বোঝে ৷ আমার কাছে যারা গান শেখে কলকাতায়, লিলুয়ায় কিংবা অনলাইনে, আমার সবাইকে একটা কথাই বলার থাকে, আমার কাছে গান শিখলে রিয়ালিটি শো তে চান্স পাওয়া যায় না । আমার কাছে গান শিখলে রিয়েল লাইফে যে যুদ্ধগুলো সামনে আসে সেগুলো কীভাবে উতরানো যায়, সেগুলো শেখাতে পারি । কিন্তু তুমি কোথায় গান গাইবে, মানে মঞ্চ নাকি সিনেমাতে, সেটা সম্পূর্ণ তোমার মেধার ব্যাপার । সেখানে আমার কোনও হাত থাকবে না ।”
সুত্রঃ www . etvbharat . com