আজকালকার যুগে বাঙালিদের মুখে বাংলা কম, বরং হিন্দি-ইংরেজিতে কথা শোনা যায়। এমনকি বাংলা টিভি সিরিয়ালগুলিতে সারাক্ষণ হিন্দি গান চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দি চ্যানেলে বসেই বাংলায় কথা বলার পাশাপাশি বাংলা ভাষার জন্য হুঙ্কার বাংলার মেয়ে শর্মিলা ঠাকুরের। সম্প্রতি সেই ভিডিও বাঙালিদের মন জয় করেছে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে হিন্দির টিভি শো ইন্ডিয়ান আইডলের। এই ভিডিওতে দেখা যাচ্ছে সেই মঞ্চে এদিন হাজির ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এমনকি মঞ্চে বসে বাংলাতে কথাও বলেন তিনি। অভিনেত্রীকে দেখে কলকাতার এক প্রতিযোগী সোনাক্ষী উত্তেজিত হয়ে জানায়, “তোমায় দেখে আমার খুব, খুব, খুব… ভালো লাগছে। ম্যাম, আমি তোমাকে কাকিমা বলে ডাকতে পারি?”। উত্তরে বর্ষীয়ান অভিনেত্রী জানান, কাকিমা, মাসিমা, দিদি, দিদিমা তোমার যা ইচ্ছে তাই বলতে পারো।
এসবের মাঝে সঞ্চালক আদিত্য বাংলায় বলে ওঠেন ‘আমাকে বুঝতে পারি না’। তবে তার ভুল সংশোধন করে শর্মিলা ঠাকুর বলেন ওটা ‘আমি বুঝতে পারি না’ হবে। তারপরই বাংলার মেয়ে মুখে গর্জন শোনা যায়। আদিত্যকে উদ্দেশ্যে করে তিনি বলেন আমরা বাংলা থেকে এসে হিন্দি বলতে পারলে আপনারা বাংলা শিখতে পারবেন না কেন?’ বর্ষীয়ান অভিনেত্রীর কথা প্রথমে ঘাবড়ে যান আদিত্য। তারপর সে জানায়, “একটু একটু চেষ্টা করছি… ঠিক থা ক্যায়া?’। এই ভিডিওর দৃশ্যটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
“আমরা বাংলা থেকে এসে হিন্দি বলতে পারি তো আপনারা কেন বাংলা শিখবেন না?” – হুঙ্কার বাংলার মেয়ে শর্মিলা ঠাকুরের
হিন্দি টিভি শো INDIAN IDOL এ বাঙালির গর্জন দেখে মন ভরে গেল।
জয় বাংলা। বাঙালির জয় হউক। #FAM4TMC @GargaC @derekobrienmp @abhishekaitc @ABHIJIT_LS @KamalikaSengupt pic.twitter.com/wsUZWbXhEJ
— Mamata Banerjee Supporters (FAM) (@FAM4TMC) October 18, 2022
Source: bangla . hindustantimes . com