এখন সিরিয়াল মানেই ব্যবসা। টিআরপির উপর নির্ভর করে যেকোনো মেগা ধারাবাহিকের অস্তিত্ব। কিন্তু আগে এরকমটা হত না। আগেকার ধারাবাহিকের মান ছিল আলাদা। টিআরপি নয় বরং গল্প এবং জনপ্রিয়তার উপর ধারাবাহিকের অস্তিত্ব নির্ভর করত।
কোনও ধারাবাহিককে মন থেকে ভালোবাসতেন দর্শক। টিভির পর্দায় চরিত্রগুলোকে আসল মনে করতেন দর্শক কিন্তু এখন চিত্র পাল্টেছে। দর্শক আর বোকা নেই, একঘেয়ে গল্প, পরকীয়া, গাঁজাখুরি গল্পের জন্য ধারাবাহিক নিয়ে খিল্লি করেন দর্শকই, তাই ধারাবাহিকের মান কমে যাচ্ছে।
বহুদিন আগে এক পুরনো সাক্ষাৎকারে ধারাবাহিকের মান কমে যাওয়া নিয়ে মুখ খুলতে দেখা যায় বাংলা টেলিভিশনের একজন দক্ষ অভিনেতা বাদশা মৈত্রকে।
এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, “আমাদের সময় ধারাবাহিকে অভিনয় করার আগে অভিনয় শিখে আসতে হত। সেইসময় অভিনয়ের দিকে গুরুত্ব বেশি দেওয়া হত। এখন ধারাবাহিকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চটজলদি কাজের জন্য নিখুঁত অভিনয়ের জন্য কেউ পরিশ্রম করেন না। ফলে স্বাভাবিক ভাবেই ধারাবাহিকের মান পড়ে যাচ্ছে। আজকাল অনেকেই এমন আছেন অভিনয় না জেনেই দিব্যিই অভিনয় করেছেন। নতুন মুখ খুঁজতে গিয়ে এই ইন্ডাস্ট্রি আজকাল আপোষ করতে শিখে গেছে”।
তিনি আরও যোগ করেন, “যদি প্রযোজকরা বলেন, অভিনয় না জানলে অভিনয়ে নেওয়া হবে না। তাহলে হয়তো শিল্পীরা আরও ভালোভাবে অভিনয় শিখে আসত। তাহলে কাজের মান আরও ভালো হত।”

