মেয়েরা উপোস করলে ছেলেরাও করবে, ভিলেন মল্লারকে উপযুক্ত শাস্তি দিচ্ছে রঞ্জা, সামাজিক শিক্ষা শেখাচ্ছে পিলু ধারাবাহিক, বলছেন দর্শক

পিলু

জি-বাংলার জনপ্রিয় সিরিয়াল পিলু। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন মেঘা দাঁ এবং গৌরব রায় চৌধুরী। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেছেন মেঘা। এই মুহূর্তে ধারাবাহিকের গল্প বেশ জনপ্রিয়তা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে রঞ্জা চরিত্রটি প্রশংসা পাচ্ছে দর্শকের কাছে।

যারা নিয়মিত পিলু ধারাবাহিকটি দেখেন তারা জানেন পিলুর বোন রঞ্জার বিয়ে হয়েছে মল্লারের সঙ্গে। বিয়ের পর সে জানতে পারে স্বামীর কুকীর্তির কথা। কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নয় রঞ্জা। রীতিমতো সাহসী নারীদের মতো মল্লারের অন্যায়ে গর্জে উঠছে।

তবে ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব ঘিরে প্রশংসা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকের মতে, সামাজিক শিক্ষা শেখাচ্ছে পিলু ধারাবাহিকটি। এদিন এপিসোডে দেখানো হয়েছে, আহীরের পিসি ঠাম্মি জানান বাড়ির পুজোতে বউদের উপোস থাকতে হবে। সেই মুহূর্তেই রঞ্জা জানায়, শুধু মেয়েরা কেন তাহলে ছেলেরাও করবে। রঞ্জার উত্তরে পিসি ঠাম্মি ছেলেরা উপোস করলে পিত্তি পড়ে। তখনি রঞ্জার দাবি তাহলে মেয়েদের কি পিত্তি পড়ে না? একথা শুনে অবাক হয়ে যায় বসুমল্লিক পরিবারের সকলে।

গতকাল এপিসোডে দেখানো হয়েছে রঞ্জার চাপে শেষ পর্যন্ত উপোস করতে বাধ্য হয় মল্লার। এইভাবেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যাচ্ছে রঞ্জাকে। যা দেখে বেশ খুশি দর্শক।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here