2026 সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ২৩ শে জানুয়ারি প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর গলায় মালা দিতে চলেছেন অভিনেত্রী।
প্রথম স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর একাই ছিলেন মধুমিতা। বহুবছর পর ছোটবেলার বন্ধু সাথে সাক্ষাৎ। সেখান থেকেই প্রেমের সূত্রপাত শুরু।
মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মধুমিতা সেই বিয়েটা ‘ভুল’ বলে জানান।
তবে দ্বিতীয়বার বিয়ের বিয়ের পিঁড়িতে বসার আগেই ভাইরাল মধুমিতার এক মন্তব্য। একসময় মধুমিতা জানান, সৌরভের সঙ্গে বিয়েতে কোনো ধুমধামই করেননি।
তবে এবার ধূমধাম করে বিয়ে সারছেন দেবমাল্যর সাথে। এক রাজবাড়িতে বসতে চলেছে বিয়ের আসর। কিন্ত প্রথমবিয়েতে তেমন খরচ করেননি অভিনেত্রী। সেই কারণ জানিয়েছিলেন দিদি নাম্বার ওয়ানের সেটে।
সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ক্লিপ। ভিডিওটা বেশ পুরনো। খুব সম্ভবত সৌরভের সাথে বিয়ের পরেই সেই ভিডিও। রচনা মধুমিতাকে জিজ্ঞেস করেছিলেন ‘লোকজন না ডেকে বিয়ে করার কারণ কি।”
উত্তরে মধুমিতা জানিয়েছিলেন, সেই কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়ানো। তারপর সেই ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো তো বেকার খরচ হবে। তার চেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো।’

