একদিকে টিআরপির প্রথম স্থানে মিঠাই অন্যদিকে টিআরপির পঞ্চম স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। দুটি ধারাবাহিক ভিন্ন চ্যানেলের। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চিত এই দুই ধারাবাহিক। অজান্তেই দর্শকের চোখে টেক্কা দিচ্ছে গুনগুন-মিঠাই।
একদিকে মিঠাইয়ের বুদ্ধিমত্ত ও সাংসারিক চরিত্র দর্শকের প্রশংসা পাচ্ছে অন্যদিকে গুনগুনের বুদ্ধিহীন অতিরিক্ত বাড়াবাড়ি এবং ন্যাকামিতে বিরক্ত দর্শক।
পরিবারের ব্যবসার পাশাপাশি পরিবারের দায়িত্ব একহাতে সামলাচ্ছে পর্দার মিঠাই। অপরদিকে বৌদিভাইয়ের সন্তান ছিনিয়ে নিয়েছে গুনগুন। মিঠাই-খড়কুটোর পরিবারে চলছে জমজমাট পর্ব।
খড়কুটো গুনগুন চরিত্রে রয়েছেন অভিনেত্রী তৃণা সাহা, যিনি বহুদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এর আগেও একাধিক চরিত্রে অভিনয় করেছেন। অপরদিকে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু, যিনি এই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন খুব বেশি দিন হয়নি। এর আগে খলনায়িকা এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।
খুব অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিয়েছেন এই দুই তনয়া। আচ্ছা যদি মিঠাই হত গুনগুন অর্থাৎ সকলের প্রিয় সৌমিতৃষা কুন্ডু যদি স্টার জলসা ধারাবাহিক খড়কুটোয় গুনগুন চরিত্রে অভিনয় করত তাহলে কেমন হত? সকলের প্রিয় মিঠাই কি গুনগুন চরিত্রেও মিঠাইয়ের মতোই ছক্কা হাঁকাতে পারত?