‘মেয়ে হলে যদি আমার মতো বিয়ে করে সুখী হয়, তাহলে ওকে সারা জীবন বুক দিয়ে আগলাব’, বললেন ছোটপর্দার মিশকা ওরফে অহনা

অহনা দত্ত

মাত্র ২২ বছর বয়সেই মা হতে চলেছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘মিশকা’ ওরফে অহনা দত্ত। কেমন কাটছে অভিনেত্রীর মাতৃত্বের সফর? সম্প্রতি আনন্দবাজার ডট কমের সঙ্গে কিছু কথা শেয়ার করলেন অহনা।

আসন্ন সন্তান প্রসঙ্গে অহনা বলেন, ‘কন্যা বা পুত্র, যে-ই আসুক সে বাধ্য হবে, সভ্য হবে। প্রকৃত মানুষ হবে। মান এবং হুঁশ— দুটোই থাকবে তার।’

অহনা আরও বলেন, ‘যদি মেয়ে হয় এবং যদি সে আমার মতো বিয়ে করে সুখী হয়, তা হলে ওকে সারা জীবন বুক দিয়ে আগলাব। কথা দিলাম।’

‘খুব তাড়াতাড়ি মা হয়ে যাচ্ছি। এক দিকে ভালই হচ্ছে। আমার জীবনের সমস্ত কিছুর সাক্ষী থাকবে আমার সন্তান। আমাদের এখনও আনুষ্ঠানিক বিয়ে হয়নি। ঠিক করেছি, সন্তান একটু বড় হলে ওকে নিয়ে আমরা সাত পাক ঘুরব। বেশ অন্য রকম হবে ব্যাপারটা।’

বাড়িতে কোনও মহিলা সদস্য না থাকায় তাকে সাধ খাওয়ানোর কেউ নেই। তবে স্বামী দীপঙ্কর কথা দেন প্রতি মাসে হোটেলে নিয়ে গিয়ে পছন্দের খাবার খাওয়াবেন। প্রতি মাসে এভাবেই সাধ পালন করবেন। এছাড়া ননদ সাধভক্ষণের আয়োজন করছেন অভিনেত্রীর।