‘বাবা আমায় সাহায্য করলে…’, ক্যারিয়ার নিয়ে কি বললেন অভিনেত্রী দেবলীনা কুমার

দেবলীনা কুমার

বাংলা ইন্ডাস্ট্রির একজন অতি পরিচিত মুখ অভিনেত্রী নৃত্যশিল্পী দেবলীনা কুমার। বড়পর্দা থেকে ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন। পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পীও। ত্র ছবিতে তাঁর রঙ্গবতী গানের তালে নাচ  ভাইরাল। তথাগত মুখোপাধ্যায়ের ছবি হাত ধরে তিনি বড়পর্দার নায়িকা হয়েছেন।

অনেকে বলে থাকেন বাবা এমএলএ বলেই ইন্ডাস্ট্রিতে বাড়তি সুবিধা পেয়েছেন দেবলীনা। তবে এই মন্তব্যকে একেবারেই সমর্থন করেন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন।

দেবলীনা জানিয়েছেন, “বাবা যদি আমায় সাহায্য করত তবে মোটেই ছোট চরিত্র দিয়ে আত্মপ্রকাশ করতাম না, অনেক ভালো লঞ্চ হতো।” তবে অভিনেত্রী এও জানান, বাবা মার জন্য ‘আমায় চেনেন বলে কোথাও কাজের জন্য গেলে অসম্মান করে না। বা কখনও কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয়নি। কিন্তু নিজেকেই নিজের কাজের জায়গা তৈরি করতে হয়।’