“আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন বাংলা ছবির হাল কিছুটা হলেও ফিরত…”, বললেন চুমকি চৌধুরী

চুমকি চৌধুরী

পর্দায় একসময় সাদাকালো জৌলুসহীন ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে। সেইসময় না ছিল প্রচারের ঘনঘটা, না ছিল ‘কোল্যাব’এর বাহার। তখনকার ছবিতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরী। ‘হীরক জয়ন্তী’, ‘মেজো বউ’,‘গীত সঙ্গীত’এর মতো ছবি যে নায়িকার ঝুলিতে, তিনি এখন আলোকবৃত্ত থেকে অনেকটাই দূরে।

বদলে যাওয়া ইন্ডাস্ট্রির ছবি, প্রচারের তাগিদ কোনটাই অভিনেত্রীর চোখ এড়ায় না। এই প্রসঙ্গে চুমকির কথায়, “এখন বিনোদনের অনেক মাধ্যম তৈরি হয়েছে। ফলে প্রতিযোগিতাও বেড়েছে। আমি বলব সেই সময় আমার ছবি এত জনপ্রিয়তা পেয়েছে শুধুমাত্র আমার বাবা অঞ্জন চৌধুরীর জন্য। তখন কোনও প্রচার ছাড়াই দলে দলে লোক প্রেক্ষাগৃহে ছুটে যেত। একটা ভাল পারিবারিক গল্প দেখবে বলে।”

চুমকির বাবা পরিচালক অঞ্জন চৌধুরীর একের পর এক ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে এনেছে প্রশ্নাতীত সাফল্য। আজও যদি কেউ দায়িত্ব নিয়ে এমন গল্প পর্দায় তুলে ধরে, সাধারণ মানুষ তা দেখবেন, এমনটাই মনে করেন চুমকি।

চুমকি জানান, “আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন এবং ছবি বানাতেন, আমার মনে হয় কিছুটা হলেও হাল ফিরত। কারণ আজও ‘প্রজাপতি’র মতো পারিবারিক ভাল ছবি মানুষ দেখছেন। আমি নিজে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছি। ভাল ছবি এথনও দর্শক দেখেন। ভাল গল্প এবং নির্মাণ হলে, তা নিশ্চয়ই সাফল্য দেখবে।”