‘লাট্টু না থাকলে সিরিয়াল দেখবো না’… তৃণা সাহা বিতর্কে ‘পরশুরাম’ ধারাবাহিক বয়কটের ডাক নেটিজেনদের

পরশুরাম

গত দুই এক দিন ধরে চর্চার মুখে রয়েছেন অভিনেত্রী তৃণা সাহা, নেপথ্যে পরশুরাম ধারাবাহিক। এই ধারাবাহিকে নজর কেড়েছিল খুদে শিল্পী লাট্টু, যেই চরিত্রে অভিনয় করেছিলেন খুদে অভিনেতা অভিনব বিশ্বাস। তৃণার ছেলের ভূমিকায় তাকে দেখা যাচ্ছিল।

তবে আচমকাই অনস্ক্রিন মা অর্থাৎ তৃণা বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনে ধারাবাহিক ছেড়ে দেন খুদে শিল্পী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে খুদে জানিয়েছিল, ‘ক্রমাগত হয়রানির আর অপব্যবহারের শিকার হতে হতে মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়েছি আমি। শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আমার মা বাবা, কারণ আমার জন্য় তাঁরাও মানসিক উদ্বেগের শিকার। বারবার বারণ করা সত্ত্বেও আমাকে টার্গেট করা বন্ধ করা হয়নি’।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পরিচালক একটি দৃশ্য বোঝাচ্ছেন, সেখানে কাকে কোথায় দাঁড়াতে হবে, খুদে কি সংলাপ বলবে সবটাই বলা হচ্ছে। কিন্তু তার মাঝখানে হঠাৎ করেই তৃণা মজা করতে শুরু করেন। পরিচালক তৃণাকে খানিক সরে দাঁড়াতে বললে নায়িকা বলেন, ‘পরশুরামকে আমি জায়গা ছাড়ব না, ওর নামেই তো সিরিয়াল। তাহলে চলবে কী করে! এই তো লাট্টু বলল’।

খুদে শিল্পী ধারাবাহিক ছেড়ে দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে গর্জে উঠেছেন অধিকাংশ নেটিজেন। একজন প্রাপ্ত বয়স্ক মহিলা এহেন আচারণ কেউই ভালোভাবে নেয়নি। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি জানিয়েছেন ‘লাট্টু না থাকলে সিরিয়াল দেখবো না’। অভিনবকে ফিরেয়ে আনার জন্য ধারাবাহিক বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা। কারণ অধিকাংশ নেটিজেনদের মতে, লাট্টু এই ধারাবাহিকের প্রাণভোমরা, এত ভালো টিআরপি পিছনে খুদে অভিনেতার অবদান অনেক।

এদিকে গতকাল অভিনবের প্রোফাইল থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। তাহলে কি নেটিজেনদের দাবিতে আবার লাট্টু চরিত্রে ফিরবেন খুদে অভিনেতা।