
ঠাকুরপুকুর ঘটনার জেরে ‘ভিডিও বৌমা’ সিরিয়াল থেকে বাদ পরেছে পরিচালক থেকে শুরু করে স্যান্ডি সাহা এবং ঋ। ঋ দুর্ঘটনার সময় গাড়িতে থাকলেও সেই গাড়িতে ছিল না আরিয়ান এবং স্যান্ডি। গাড়িতে না থাকলেও স্যান্ডিকে বাদ দেওয়া হয়।
সিরিয়াল থেকে বাদ পরে এবার ক্ষোভ উগড়ে দিলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। আডিশনের তরফ থেকে স্যান্ডির সাথে যোগাযোগ করা হলেও তিনি জানেন চ্যানেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত একেবারেই অনৈতিক। সিরিয়ালের নায়ক আরিয়ানকে বাদ দেওয়া হয়নি কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। স্যান্ডির মতে সে যদি দোষী হয়, তাহলে আরিয়ানও সমান ভাবে দোষী।
স্যান্ডি বলে, যে কারণেই আমাকে বাদ দেওয়া হোক না কেন, আমার খুব অনৈতিক মনে হয়েছে বিষয়টা। আমি এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নই। গাড়িতেও ছিলাম না এবং প্রত্যক্ষদর্শীও নই আমি। যদিও একসঙ্গে পার্টি করাটাই কারণ হয়, তা হলে সেই রাতে আমাদের সঙ্গে আরও ১০০ জন লোক ছিলেন ক্লাবে। সেই হিসেবে প্রত্যেক জনেরই কাজ চলে যাওয়া উচিত। “আমার পরিবার বারণ করেছিল আমাকে এই বিষয়ে কোনও মতামত বা সাক্ষাৎকার না দিতে। কিন্তু আমি বিষয়টিকে এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করেছি। সেই কারণেই আমার মনে হচ্ছে এর নেতিবাচক একটা প্রভাব পড়েছে। অভিনয়টা তো আমার উপার্জনের প্রাথমিক রাস্তা নয়। আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। কাজেই আর্থিক দিক থেকে আমার ক্ষতি না হলেও আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু কোনও অভিনেতা, যাঁর প্রাথমিক উপার্জনটাই হয় ধারাবাহিক থেকে, সেই উপার্জনে সংসার চলে, তাঁর জন্য এমন কাজ কাড়ার সিদ্ধান্ত নেওয়াটা অন্যায়।
স্যান্ডি আরও বলে, ‘আমরা যদি যুক্ত থাকি, তা হলে তো আরও একজন হিরো, আরিয়ানকেও বাদ দিতে হত। সে তো বাদ পড়েনি। আমার মনে হয়, আমাকে বাদ দেওয়া হয়েছে কারণ আমি মুখ খুলেছি ঘটনাটা নিয়ে। বাকিরা চুপ।’
সূত্রঃ https://binodonxp . com